ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃহস্পতিবার ব্যাংকের লেনদেন বন্ধ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৩০ জুন ২০২১   আপডেট: ১৪:৫৭, ৩০ জুন ২০২১
বৃহস্পতিবার ব্যাংকের লেনদেন বন্ধ 

ব্যাংক হলি ডে’র কারণে বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। লেনদেন বন্ধ থাকলেও আভ্যন্তরীণ কার্যক্রম চলবে।

বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আর্থিক হিসাবের সুবিধার্থে ব্যাংকগুলো জুন শেষে অর্ধবার্ষিক প্রতিবেদন তৈরী করে। ফলে ব্যাংকগুলোতে জুনের শেষ দিন লেনদেন পরিচালনা হয় না। এ দিন গ্রাহকদের সঙ্গে ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়। অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরীর পরে ব্যাংকগুলো নিয়ন্ত্রক সংস্থার কাছে তা পেশ করে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বিনিয়োগকারীদের জন্য প্রতিবেদন প্রকাশ করে।

এছাড়া, ডিসেম্বর শেষে ব্যাংকগুলো বার্ষিক হিসাব করে থাকে। এজন্য ডিসেম্বরের শেষ দিনও ব্যাংক বন্ধ থাকে। তখন পুরো বছরের হিসাব তৈরী করে বিনিয়োগকারীদের জন্য পরবর্তীতে ব্যাংক আর্থিক প্রতিবেদন প্রকাশ করে থাকে। এ কারণে বছরের এই দুই দিনকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ছুটি নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়