ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

জেনেক্স ইনফোসিসের সঙ্গে ইডটকোর চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৭ জুলাই ২০২১   আপডেট: ১১:৪২, ৭ জুলাই ২০২১
জেনেক্স ইনফোসিসের সঙ্গে ইডটকোর চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস বহুজাতিক টেলিকম টাওয়ার প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানির সঙ্গে সিকিউরিটি সার্ভিস দেওয়ার চুক্তি করেছে। এর ফলে কোম্পানিটির আয় বাড়বে বলে জানিয়েছে জেনেক্স ইনফোসিস।

বুধবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার এ চুক্তির বিষয়ে অনুমোদন দিয়েছে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ।

চুক্তি অনুযায়ি, আগামী ৩ বছর ৩৬০ ডিগ্রি ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক সিকিউরিটি সল্যুশন সার্ভিসসহ মনিটরিং ও চুরি থেকে সুরক্ষা দেবে জেনেক্স ইনফোসিস। এই সার্ভিস থেকে আগামী ৩ বছরের এ চুক্তি থেকে প্রতি বছর ২৪ কোটি টাকা করে আয় হবে বলে ধারনা করছে জেনেক্স ইনফোসিস কর্তৃপক্ষ।

এর আগে সর্বশেষ গত ৮ মে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সঙ্গে জেনেক্স ইনফোসিসের সফটওয়্যার সরবরাহের চুক্তি হয়েছে। এতে জেনেক্স ইনফোসিসের আয় বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা/এনএফ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়