ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাপ্তাহিক দাম কমার শীর্ষে মুন্নু ফেব্রিক্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১০ জুলাই ২০২১  
সাপ্তাহিক দাম কমার শীর্ষে মুন্নু ফেব্রিক্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৮ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম কমেছে মুন্নু ফেব্রিক্সের। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩০.৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়িয়েছে ২৫.৫০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৫.১০ টাকা বা ১৬.৬৭ শতাংশ কমেছে।

এদিক, ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআবিসি ব্যাংকের ১২.৪৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১১.৮৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ ও ফেডারেল ইন্স্যুরেন্সের ৯.০২ শতাংশ শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়