ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোড শো: সান্তা ক্লারা মেয়রের ক্রেস্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ১৩:৩৯, ২৫ আগস্ট ২০২১
রোড শো: সান্তা ক্লারা মেয়রের ক্রেস্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী খ্যাত আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে শেষ পর্বের রোড গত ২ আগস্ট শো অনুষ্ঠিত হয়। 

ওই রোড শোতে সান ফ্রান্সিসকোর সান্তা ক্লারার মেয়র লিসা এম. গিলমোর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সান্তা ক্লারার মেয়রের প্রদান করা ওই সম্মাননা ক্রেস্টটি মঙ্গলবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্রেস্টটি তুলে দেন।

ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্যটি তুলে ধরনের বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মঙ্গলবার(২৪ আগস্ট) ফেসবুক পোষ্টে তিনি লিখেন, ‘আজ সান্তা ক্লারার মেয়র মহোদয়ের দেওয়া জাতির জনকের সম্মাননা ক্রেস্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রিশিয়েশন লেটার হস্তান্তর করলাম।  প্রধানমন্ত্রী আমাদের ভবিষ্যতের জন্য গাইডেন্স দিয়ে উজ্জীবিত করলেন। আল্লাহতালার প্রতি হাজার শোকর।’

এর আগে গত ২ আগস্ট সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত রোড শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রদান করা সম্মননা ক্রেস্টটি প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান হাতে তুলে দেন সান্তা ক্লারার মেয়র লিসা এম. গিলমোর। একইসঙ্গে ওই সময় সান্তা ক্লারার মেয়র সালমান এফ রহমান ও অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে মেয়রাল সার্টিফিকেট প্রদান করেন (মেয়রের পক্ষ থেকে স্বীকৃতি সনদ)।

আমেরিকার চারটি বড় শহরে সাফল্যের সঙ্গে সপ্তাহব্যাপী চার পর্বের রোড সম্পন্ন করেছে বিএসইসি। এর মধ্যে প্রথম পর্ব গত ২৬ জুলাই নিউ ইয়র্কে, পর্ব ২৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে ও তৃতীয় পর্ব ৩০ জুলাই লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের চারটি শহবে অনুষ্ঠিত রোড শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

ঢাকা/এনটি/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়