ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:০৯, ৭ অক্টোবর ২০২১
শেয়ারবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়ছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪২.৯৬ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ২০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬৭.৩৮ পয়েন্টে। এর আগে ৫ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৭৮.১২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯৫.৭৮ পয়েন্টে। গত ৫ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৫৯৪.৪২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। ডিএসইতে এদিন ২ হাজার ৪৯৪ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮৪ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৫৬.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৯.৮৭ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
 
আর সার্বিক সিএএসপিআই সূচক ৯৪.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪২৫.৭০ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ৯.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৪.৩৫ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। দিন শেষে সিএসইতে ১০৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়