ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডিএসসিতে দাম বাড়ার শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১১ অক্টোবর ২০২১  
ডিএসসিতে দাম বাড়ার শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ 

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম বাড়াস শীর্ষ তালিকায় উঠে এসেছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য মতে, রোববার শেফার্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৯০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮.৪০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে। 

এদিন ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৭.৮৮ শতাংশ, আমান ফিডের ৭.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.০৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৭ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৬.১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৭০ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬১ শতাংশ, এসিআইয়ের ৫.০৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়