ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১১ কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২৮ অক্টোবর ২০২১  
১১ কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ।

কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হবে।

গত বুধবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ না দেওয়া কোম্পানিগুলো হলো- জেনারেশন নেক্সট, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, খুলনা প্রিন্টিং, উসমানিয়া গ্লাস শিট, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, শ্যামপুর সুগার মিলস, রেনউইক যগেশ্বর, দুলামিয়া কটন ও আর এন স্পিনিং মিলস।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়