জাতির জনকের প্রতি ইউনিয়ন ব্যাংকের শ্রদ্ধা
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৩৮, ১৬ আগস্ট ২০২২

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনটি উপলক্ষে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, ৭২, বাহেলা টাওয়ার, গুলশান-১, ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।
এ উপলক্ষে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য বিতরণ এবং বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও নির্বাহীবৃন্দ।
এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা/এনএইচ
আরো পড়ুন