ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সূচকের পতন, কমেছে লেনদেন 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২২
সূচকের পতন, কমেছে লেনদেন 

দেশের শেয়ারবাজারে বুধবার (১৪ সেপ্টেম্বর) শুরু থেকে শেষ পর্যন্ত টানা দরপতনে লেনদেন হয়েছে। এদিন কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪১৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে মোট ৩৭১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৭৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। 

ডিএসইতে মোট ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮০ কোটি ৭ লাখ টাকা। 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪২৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে ২৬২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত আছে ৬৯টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

ঢাকা/নাজমুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়