ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘একসঙ্গে কাজ ক‌রে অর্থনীতিকে এগিয়ে নিতে হ‌বে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৩ অক্টোবর ২০২২  
‘একসঙ্গে কাজ ক‌রে অর্থনীতিকে এগিয়ে নিতে হ‌বে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকলেই একসঙ্গে কাজ করতে হ‌বে। সবাই একসঙ্গে কাজ ক‌রে দে‌শের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হ‌বে। এতে ক‌রে দেশ উপকৃত হবে।

সোমবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের আস্থার কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এই আস্থা যে কোথা থেকে কীভাবে আনবো এখনও জানি না। আমাদের অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমরা মনে করি পুঁজিবাজার আর ১৯৯৬ কিংবা ২০১০ সালের অবস্থায় ফিরবে না। আগামীতে আমরা পুঁজিবাজারের ভালো দিন দেখতে পাবো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে বিএসইসির উদ্যোগে ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ- ২০২২’। এ দিবসটি পালন করা হবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) সদস্য লাভ করার পর বাংলাদেশ ২০১৭ সাল থেকে এ বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে আসছে।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়