ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২৩ সালে ব্যাংক ছুটি ২৪ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ১৮:২৩, ১৩ নভেম্বর ২০২২
২০২৩ সালে ব্যাংক ছুটি ২৪ দিন

ছবি: সংগৃহীত

২০২৩ সালে তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

রোববার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে সার্কুলার জারি করে চিঠি আকারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর থাকবে ব্যাংক হলিডে। এ দুই দিন লেনদেন হবে না। সব মিলিয়ে আগামী বছর ব্যাংকে কর্মরতরা ২৪ দিন ছুটি পাবেন। 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ২০২৩ সালে ছুটিগুলো হচ্ছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবেবরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবে কদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে, এ দিনগুলোতে ব্যাংকে কোনও লেনদেন হবে না।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এনএফ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়