ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে স্বর্ণের মেলা শুরু ৯ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৩১ জানুয়ারি ২০২৩  
রাজধানীতে স্বর্ণের মেলা শুরু ৯ ফেব্রুয়ারি

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) উদ্যোগে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ‘বাজুস ফেয়ার-২০২৩’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়- আইসিসিবি ৪ নম্বর নবরাত্রি হলে এ মেলা অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এই মেলা ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজুসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র‌্যাফেল ড্র'র ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার ক্রয় করবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‌্যাফেল ড্র'র কূপন সংগ্রহ করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজুস ফেয়ার দেশের জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলঙ্কারের পরিচিতি বাড়বে। 

এবার বাজুস ফেয়ারে ৮ টি প্যাভিলিয়ন, ১২ টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুস সহ-সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন মিডিয়া অ‌্যান্ড কমিউনিকেশন অ‌্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, জায়া গোল্ড অ‌্যান্ড ডায়মন্ডের চেয়ারম্যান উত্তম বণিক, বৈশাখী জুয়েলার্স এর ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দে প্রমুখ।

নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়