ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বারাকা পাওয়ারের পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৯ মার্চ ২০২৩  
বারাকা পাওয়ারের পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে জ্বালনি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের একজন পরিচালক ঘোষণাকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। অপরদিকে তার বিক্রিত শেয়ার কিনেছেন সংশ্লিষ্ট কোম্পানির দুই করপোরেট পরিচালক।

রোববার (১৯ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালক আব্দুল বারি তার হাতে থাকা ৪৭ লাখ ১৪ হাজার ১৩৮টি ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তার বিক্রিত শেয়ার কিনে নিয়েছেন একই কোম্পানির দুইটি করপোরেট পরিচালক এনআরবি ভেঞ্চার্স (প্রা.) লিমিটেড ও ফিউশন হোল্ডিংস (প্রা.) লিমিটেড। এর মধ্যে এনআরবি ভেঞ্চার্স (প্রা.) লিমিটেড কিনেছে ২০ লাখ ৪৫ হাজার ৫৭৯টি শেয়ার। আর ফিউশন হোল্ডিংস (প্রা.) লিমিটেড কিনেছে ২৬ লাখ ৬৮ হাজার ৫৫৯টি শেয়ার।

বিদ্যমান বাজার মূল্যে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রি সম্পন্ন করেছেন। এর আগে চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালক আব্দুল বারি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়