ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও অপরিবর্তীত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৪৭, ২৫ মার্চ ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তীত রয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা একই পয়েন্টেই অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও অপরিবর্তীত রয়েছে।
এর আগের সপ্তাহের শুরুতে (১২ থেকে ১৬ মার্চ) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৩৫ পয়েন্টেই অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমেছে।
ঢাকা/এনটি/ইভা
আরো পড়ুন