ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৯ এপ্রিল ২০২৩  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৭ এপ্রিল) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫২ লাখ ১২ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২০৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১ কোটি ২৫ লাখ ১০ হাজার ১৯৪টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৪৮ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৩৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১১৯ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১২ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা, অ্যাপেক্স ফুটওয়্যারের ১০৬ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকার, আমরা নেটওয়ার্ক লিমিটেডের ১০৫ কোটি ৮৮ লাখ ১৯ হাজার টাকার, জেমিনি সি ফুড লিমিটেডের  ৮৮ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ৮৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৭২ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়