ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনলাইন প্ল্যাটফর্ম সহজের শেয়ার কিনবে এডিএন টেলিকম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৮ জুন ২০২৩  
অনলাইন প্ল্যাটফর্ম সহজের শেয়ার কিনবে এডিএন টেলিকম

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড অনলাইন টিকেট প্ল্যাটফর্ম সহজ লিমিটেডে বিনিয়োগ করবে। কোম্পানিটি সহজ লিমিটেডের ১০ শতাংশ শেয়ার কিনবে। আর তার জন্য কোম্পানিকে দিতে হবে ১২ কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

এর আগে বুধবার (৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহজ লিমিটেডের শেয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

উল্লেখ, সহজ লিমিটেড হচ্ছে দেশে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। কোম্পানির ব্র্যান্ড নাম সহজ। এই প্ল্যাটফর্মে দেশের দূরপাল্লার সব বাসরুটের টিকিট কেনার সুযোগ আছে। এছাড়া কোম্পানিটি বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়