ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইতে গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১০ জুন ২০২৩  
ডিএসইতে গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠেছে।

সাপ্তাহিক পুঁজিবাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ট্রাস্ট ইসলামী লাইফ লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৪৪.৯০ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৬০.৩৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৫.৪৬ টাকা বা ৩৪.৪৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩৯.৫৫ শতাংশ, এসকে ট্রিমসের ২০.৯৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৭.৯৬ শতাংশ, জিকিউ বলপেনের ১৭.২২ শতাংশ, ফাইন ফুডের ১৪.৯৬ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৮১ শতাংশ, বঙ্গজের ১৪.১৪ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৯৭ শতাংশের শেয়ার দর বেড়েছে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ