ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

মানারাত বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১০ জুন ২০২৩  
মানারাত বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে সেমিনার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জুরিসপ্রুডেনশিয়াল প্যানোরোমা অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান ক্যাম্পাসের সেমিনার কক্ষে আইন বিভাগের উদ্যোগে এ সেমিনার হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র (ইউআইটিএম) আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হারতিনি সারিপান।

সেমিনারে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, আইন বিভাগের প্রধান মুহাম্মদ আজহারুল ইসলাম এবং আইন বিভাগরে ছাত্রছাত্রীসহ কলা ও মানবিক অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অ্যাকাডেমিক কলাবোরেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়