ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দ্বিতীয় ধাপের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

প্রেস রিলিজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৩১ আগস্ট ২০২৩   আপডেট: ০৯:৩৭, ৩১ আগস্ট ২০২৩
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দ্বিতীয় ধাপের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় ধাপের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দুই সপ্তাহ মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা অংশ নেন। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। 

আরো পড়ুন:

উদ্বোধনী বক্তব্যে তিনি, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন্সের আলোকে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া, সততা এবং নৈতিকতার সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের জন্যও তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি একটি সেশন পরিচালনা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক ও অনুষদ সদস্য শাহীন আক্তার উপস্থিত ছিলেন।

ঢাকা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়