ঢাকা     সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খুলনা প্রিন্টিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৪৭, ২ ডিসেম্বর ২০২৩
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খুলনা প্রিন্টিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রিন্টিং ও প্যাকেজিং খাতে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৩ কোটি ৬২ লাখ ৩২ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৮৭ কোটি ৫৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মসিউটিক্যালস লিমিটেডের ৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ১১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৮২ কোটি ৭৪ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেডের ২ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৩৯১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৬৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডেরে ৬৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার, সি পার্ল বিচ রিসোর্টের ৬৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা, প্যাসিপিক ডেনিমসের ৬৪ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৫৩ কোটি ৩০ লাখ টাকার, জেমিনি সি ফুডের ৪৭ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৭ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়