এনভয় টেক্সটাইলসের এজিএমর তারিখ ও স্থান পরিবর্তন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান পরিবর্তন করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনভয় টেক্সটাইলস লিমিটেডের এজিএম আগামী ১৩ মার্চের পবিবর্তে আগামী ২৮ মার্চ হবে। অনিবার্য কারণবশত এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে এজিএমের স্থানও পরিবর্তন করেছে। এজিএমের নতুন স্থান ঢাকার গুলশান এভিনিউয়ের গুলশান শুটিং ক্লাব।
এনটি/রফিক