ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কেয়ার বাংলাদেশ’র নতুন কমিউনিকেশন ডিরেক্টর টনি মাইকেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৫ মার্চ ২০২৪  
‘কেয়ার বাংলাদেশ’র নতুন কমিউনিকেশন ডিরেক্টর টনি মাইকেল

বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা ‘কেয়ার বাংলাদেশ’র জন্য যোগাযোগের নতুন পরিচালক হিসেবে টনি মাইকেল গোমেজকে নিয়োগ দিয়েছে।

ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্রফেশনাল হিসেবে টনি মাইকেল গোমেজের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দুই দশকেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

কেয়ার বাংলাদেশ-এ যোগদানের আগে তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, ইউএনএইডস, এফএইচআই, জেএইচইউ-সিসিপিবিসিসিপি’র বিভিন্ন শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট পজিশনে কাজ করেছেন। একজন বাংলাদেশি হিসেবে টনি মাইকেল গোমেজ জনসংযোগ এবং উন্নয়ন যোগাযোগে অসামান্য অবদানের জন্য দুবার চাণক্য পুরস্কার পেয়েছেন।

অভিনেতা, গীতিকার, গায়ক, পরিচালক এবং সিনেমাটোগ্রাফার হিসাবে বিশেষ পরিচিতি রয়েছে তার। তিনি ডেভেলপমেন্ট সেক্টরে জন্য ২০০টিরও বেশি তথ্যচিত্রে কাজ করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিলানথ্রপি এবং গ্লোবাল ফান্ডরেজিং-এ ডিপ্লোমা এবং মিডিয়া কমিউনিকেশনে বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন টনি মাইকেল গোমেজ।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়