ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

কৃষি ঋণ বিতরণ ২১ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:২৬, ১৬ এপ্রিল ২০২৪
কৃষি ঋণ বিতরণ ২১ হাজার কোটি টাকা

ফাইল ফটো

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশের ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করেছে ২১ হাজার ১৫৩ কোটি টাকা। তা আগের বছরের একই সময়ের চেয়ে ২ হাজার ৪৬৯ কোটি টাকা বেশি। আগের বছর একই সময়ে কৃষি ঋণ বিতরণ করেছিল ১৮ হাজার ৬৮৪ কোটি ৩২ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ হতে হয়। কোন ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।  

চলতি অর্থবছরের গত সাত মাসে বিতরণ করা কৃষি ঋণের মধ্যে আগের বছরের একই সময়ের চেয়ে শস্য, পশুসম্পদ, পোলট্রি এবং ফিসারিজ খাতে ঋণ বিতরণ বেড়েছে।

চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মধ্যে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৮০ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকগুলোর ৮ হাজার ৭৫০ কোটি টাকা, বিদেশি ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৭ কোটি টাকা এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা ২১ হাজার ৯২৩ কোটি টাকা।

এনএফ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়