ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে টেকনো ড্রাগস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৩ আগস্ট ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে টেকনো ড্রাগস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই থেকে ১ আগস্ট) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড।

শনিবার (৩ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৭৮ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নী সিস্টেমসের ২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৫.০৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৫২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৮৬ লাখ টাকা, এনআরবি ব্যাংকে ১৩ কোটি ২২ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ১২ কোটি ১২ লাখ টাকা, সি পার্ল হোটেলের ১০ কোটি ৮৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৪৭ লাখ টাকা, ইউনিলিভার কনজুমারের ৯ কোটি ১৭ লাখ টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়