ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক- কর্মকর্তাদের সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৫২, ১০ আগস্ট ২০২৪
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক- কর্মকর্তাদের সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের মতবিনিময়

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। 

শনিবার (১০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ সভা হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সাবেক সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হক, অধ্যাপক ড. মোজাম্মেল হক, এনামুল হক চৌধুরী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম উমার আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমান আকন্দ এবং ইঞ্জিনিয়ার আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস এম মাহবুব-উল-আলম, মানারাত ট্রাস্টের সেক্রেটারি সাবেক যুগ্ম সচিব মো. শাহ আলম বকশী।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এটিএম ফজলুল হক।

অনুষ্ঠানের সভাপতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান  এ বিশ্ববিদ্যালয়কে দেশসেরা করতে শিক্ষক- কর্মকর্তাদেরকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যাগুলো শনাক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার ঘোষণা দেন।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়