ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করবে না ইউসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৪  
মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করবে না ইউসিবি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদ মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংকটির পর্ষদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৮ মে ক্যাপিটেক পরিচালিত একটি ক্লোজড অ্যান্ড গ্রোথ মিউচুয়াল ফান্ডে স্পন্সর হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলো ইউসিবি। তবে বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়।

প্রসঙ্গত, পুঁজিবাজারে ইউসিবি তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ ব্যাংকটি পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৫৫ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৮৯৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৮৭ শতাংশ, সরকারের হাতে ০.৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.৯৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৫২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩.৮২ শতাংশ শেয়ার রয়েছে।

/এনটি/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়