ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইআরএফের সভাপতি মালা, সাধারণ সম্পাদক কাশেম

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৪  
ইআরএফের সভাপতি মালা, সাধারণ সম্পাদক কাশেম

দেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা। আর নতুন সাধারণ সম্পাদক হিসবে পুনঃনির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান হাফিজ ফল ঘোষণা করেন।

নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন  ভোটার ভোট দিয়েছেন। দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বর্তমান সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট।

১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রার্থী কাজী আজিজুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট, ইআরএফের জ্যেষ্ঠ সদস্য সিরাজুল ইসলাম কাদির পেয়েছেন মাত্র ২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রার্থী দ্য ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। এছাড়া, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ পেয়েছেন ৪৩ ভোট এবং বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ পেয়েছেন ৬ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতাশির ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমানের আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক শেখ শাফায়াত হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

এছাড়া, চার সদস্য পদে নিউ এজের বিশেষ প্রতিনিধি এএসএম মঈনুল হক, কায়েস মোহাম্মদ সোহেল, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. জাকির হোসেন এবং জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ইব্রাহিম হোসেন অভি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সদস্য পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এএসএম মঈনুল হক। তিনি পেয়েছেন ১২৭ ভোট। নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবদাল আহম্মেদ। নির্বাচন অনুষ্ঠানের আগে ২০২৩-২০২৪ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং অর্থ সম্পাদক শেখ আব্দুর রহিম সংগঠনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করনে। পরে সংগঠনের বিভিন্ন সদস্য তাদের মতামত জানান। এসময় তারা বর্তমান কমিটির গতিশীল নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কমিটিকে ধন্যবাদ জানান।

ঢাকা/হাসনাত/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়