ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

বিএসইসির নতুন মুখপাত্র আবুল কালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
বিএসইসির নতুন মুখপাত্র আবুল কালাম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন সংস্থাটির পরিচালক মো. আবুল কালাম আজাদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও  সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হকের সই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বিএসইসির নির্বাহী পরিচালক ও সাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের জায়গায় দায়িত্ব পালন করবেন পরিচালক মো. আবুল কালাম। 

আরো পড়ুন:

উপ-পরিচালক কাজী মো. আল ইসলামকে উপ-মুখপাত্রের দায়িত্ব দিয়ে একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী  মুখপাত্রের দায়িত্বে থাকবেন দুজন। তারা হলেন- মো. মোহাইমিনুল হক এবং সারা তাসনুভা।
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন; বিধি মোতাবেক তারা ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নতুন দায়িত্ব পাওয়া মুখপাত্রদের শুভেচ্ছা জানিয়ে বিএসইসির পক্ষ থেকে আগের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) কাওসার আলীকে ধন্যবাদ জানানো হয়েছে।

গত বছরের ৩ অক্টোবর বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম মুখপাত্রের দায়িত্ব পান। তার আগে ওই বছরের ২৭ আগস্ট থেকে মুখপাত্র ছিলেন বিএসইসির পরিচালক ফারহানা ফারুকী।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়