ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অগ্রণী ব্যাংকের ঋণ আদায় ও ব্যবসায়িক পর্যালোচনা

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
অগ্রণী ব্যাংকের ঋণ আদায় ও ব্যবসায়িক পর্যালোচনা

অগ্রণী ব্যাংক পিএলসির ঢাকাস্থ ১২টি কর্পোরেট শাখার ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার ও মো. আবুল বাশার।

ব্যাংকের মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজার সভাপতিত্বে সভায় মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (পিআরডি) রূবানা পারভীন, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনূর সুলতানাসহ ১২টি কর্পোরেট শাখার প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালে ব্যাংকটিকে আরও এগিয়ে নিতে আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহকদের অধিক সেবা দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে উপস্থিত সবাইকে বিশেষ দিকনির্দেশনা দেন। 

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়