ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

ফাইল ফটো

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকগুলোতে দাপ্তরিক কার্যক্রম ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। 

সার্কুলারে বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখা যাবে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে ব্যাংকে দাপ্তরিক কার্যক্রম ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক। পবিত্র রমজান মাস শেষে সময়সূচি আগের অবস্থায় ফিরবে।

ঢাকা/এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়