ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্ট্রাল ফার্মার ব্যবসা পরিচালনা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫  
সেন্ট্রাল ফার্মার ব্যবসা পরিচালনা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসা পরিচালনা করা বা টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। এ কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ শঙ্কার কথা জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ২০২৩-২০২৪ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পুঞ্জীভূত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১০৮ কোটি ৫৪ লাখ টাকায়। কোম্পানি কর্তৃপক্ষ নতুন অর্থের সংস্থানে ব্যর্থ এবং তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না।

এছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা পরিশোধ করতে পারেনি। এ কোম্পানির পণ্য বিক্রি বাড়ছে না। বিক্রি মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন লাইনে সীমাবদ্ধতা আছে। কোম্পানিটির ড্রাগ সনদ নবায়ন করা হয়নি। এসব সমস্যার কারণে এ কোম্পানির ব্যবসা পরিচালনা বা টিকে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা বা পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯২.৩৩ শতাংশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) লেনদেন শেষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৩.৩০ টাকায়।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়