ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়নে দুই প্রকল্প অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৭ মে ২০২৫  
চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়নে দুই প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে পৃথক দুই লটে উপকেন্দ্র স্থাপন, মানোন্নয়ন, বে-সম্প্রসারণ এবং উপকেন্দ্রের অটোমেশন কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৯৮৪ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা।

বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 

সভা সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম জোনের দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় টার্নকি ভিত্তিতে উপকেন্দ্র স্থাপন, মানোন্নয়ন ও বে-সম্প্রসারণ এবং ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড কেবল ডাবল সার্কিট সোর্সলাইন নির্মাণসহ উপকেন্দ্র অটোমেশনের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। ৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এসপিটিডিই এবং রিভেরি, বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪৯৮ কোটি ৪৩ লাখ ১২ হাজার ৩৮৮ টাকা।

সভায় অপর প্রস্তাবে একই প্রকল্পের লট তিনের আওতায়  উপকেন্দ্রের অটোমেশন কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে  রিভেরি এবং নরিনকো ইন্টারন্যাশনাল-ডিকে বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪৮৬ কোটি ৩৬ লাখ ৩২ হাজার ৬৬৬ টাকা।

ঢাকা/হাসনাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়