ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ থেকে যেসব এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৩ জুন ২০২৫   আপডেট: ১১:১৩, ৩ জুন ২০২৫
আজ থেকে যেসব এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকায় ব্যাংকের শাখা আজ মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে আগেই এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের আগে পশুর হাটে নগদ লেনদেন হয়। তাই হাটের আশপাশের ব্যাংক শাখা ও উপশাখাগুলো আজ ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। এতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন।

আরো পড়ুন:

এছাড়া, পশুর হাটে অস্থায়ী ব্যাংক বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব বুথে নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি নতুন হিসাব খোলার সুবিধাও থাকবে। ব্যাংক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে পরিচালিত গরুর হাটগুলোর আশপাশে অবস্থিত ব্যাংক শাখাগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের ফলে পশুর হাটে নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। এতে গ্রাহকরা নির্বিঘ্নে ও ঝুঁকিমুক্ত পরিবেশে লেনদেন করতে পারবেন।

যেসব এলাকায় সান্ধ্য ব্যাংকিং চালুর নির্দেশনা দেওয়া হয়েছে- রাজধানীর উত্তরা, দিয়াবাড়ি, ভাটারা সুতিভোলা, খিলক্ষেত মাস্তুল, মোহাম্মদপুর বছিলা, গাবতলী গরুর হাট, মিরপুর-৬, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মাঠ, খিলগাঁও রেলগেট, পোস্তগোলা, ধোলাইখাল, দনিয়া কলেজ মাঠ, রহমতগঞ্জ, শ্যামপুর কদমতলী, কমলাপুর, আমুলিয়া ও চট্টগ্রামের সাগরিকা এলাকা। এসব এলাকায় ব্যাংকের শাখা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

ঢাকা/এনএফ/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়