ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমল এলপি গ্যাসের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২ সেপ্টেম্বর ২০২৫  
কমল এলপি গ্যাসের দাম

ফাইল ছবি

দেশে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আগের মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১,২৭৩ টাকা।

আরো পড়ুন:

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি (প্রতি মেট্রিক টন) যথাক্রমে ৫২০ ও ৪৯০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় ৫০০.৫০ মার্কিন ডলার বিবেচনায় রেখে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়