ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সার খাতে গ্যাসের দাম পুনর্নির্ধারণে গণশুনানি  ৬ অক্টোবর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫
সার খাতে গ্যাসের দাম পুনর্নির্ধারণে গণশুনানি  ৬ অক্টোবর

সার খাতে গ্যাসের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে আগামী ৬ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হবে।

সার খাতে গ্যাসের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে আগামী ৬ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে গণশুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত এ গণশুনানিতে সার খাতে গ্যাসের দাম বাড়ানো বা সমন্বয়ের প্রস্তাবের বিষয়ে শুনানি হবে।

আরো পড়ুন:

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সার খাতে প্রাকৃতিক গ্যাসের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে লিখিত মতামত কমিশনে পাঠাতে অনুরোধ করা হয়েছে। আর গণশুনানিতে অংশ নিতে হলে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

তালিকাভুক্ত অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রস্তাবের বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও দলিলাদি উপস্থাপন করতে পারবেন।

প্রস্তাবিত গ্যাসের দাম পুনর্নির্ধারণ সংক্রান্ত অনুলিপি অফিস চলাকালে কমিশনের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd থেকেও ডাউনলোড করা যাবে।

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়