ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:০১, ১৪ ডিসেম্বর ২০২৫
গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নির্বাচন বানচাল এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতা, নায়ক ও অংশগ্রহণকারীদের টার্গেট করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে।”

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। এ সময়ে আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে ন্যূনতম একটা জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি শ্রেণি যেমন পক্ষে ছিল, অপর শ্রেণি বিপক্ষে ছিল। এই আওয়ামী লীগের সময়েও আওয়ামীপন্থি কিছু বুদ্ধিজীবী, তারা বিভিন্ন নামে আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করেছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে। আমরা ৫ আগস্টের পরেও সেটি দেখতে পাচ্ছি। বুদ্ধিজীবীর নাম করে ৫ আগস্টের বিরুদ্ধে জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর দোষারোপের রাজনীতি চলছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।”

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বলেন, “আমরা মনে করি, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সব সময় ছিলেন, তারা আছেন, তারা কথা বলবেন এবং দেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা বুদ্ধিজীবী দিবসে সেই সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষা; আমরা চাই, এই সময়ের রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ১৯৭১, ১৯৪৭ এবং ২০২৪ এর আমাদের যে ঐতিহাসিক লড়াই ছিল, সেই লড়াইকে ধারণ করে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।”

তিনি আরো বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনা পুরো জাতি দেখেছে। কিন্তু, এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা যায়নি। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি, এই পরিকল্পনার সঙ্গে প্রশাসনসহ সরকারের ভেতরে ও বাইরে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আইন-শৃঙ্খলার ব্যাপারে মানুষের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি।”

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়