রিহ্যাব ফেয়ার ২০২৫: রিয়েল ক্যাপিটা গ্রুপের সফল অংশগ্রহণ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে মর্যাদাপূর্ণ রিহ্যাব ফেয়ারে প্রতি বছরের ন্যায় এ বছরও রিয়েল ক্যাপিটা গ্রুপ সফলভাবে অংশগ্রহণ করেছে। মেলা অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত; আগারগাঁও, ঢাকায়।
মেলার শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মেলার প্রতিদিনেই রিয়েল ক্যাপিটা গ্রুপের স্টলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিকল্পিত আবাসন প্রকল্প ও পর্যটনখাতের স্মার্ট বিনিয়োগের পসরা নিয়ে আধুনিক ডিজাইন স্টল নিয়ে সরব উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী ক্রেতা ও বিনিয়োগকারীরা সরাসরি গ্রুপের প্রতিনিধিদের কাছ থেকে রিয়েল ক্যাপিটা গ্রুপের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য ও বিনিয়োগ সুবিধা সম্পর্কে ধারণা গ্রহণ করেন।
মেলায় রিয়েল ক্যাপিটা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও স্টল পরিদর্শন করে দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিমের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
ঢাকা/লিপি