ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোহাম্মদপুরে যুবদল কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৫  
মোহাম্মদপুরে যুবদল কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

ঢাকার আদাবর থানা যুবদলের কর্মী রাকিব হোসেন বিশাল।

মোহাম্মদপুরে যুবদল কর্মীকে প্রকাশ্যে  কুপিয়ে গুরুতর জখম
জ্যেষ্ঠ প্রতিবেদক:
মোহাম্মদপুরে প্রকাশ্যে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম রাকিব হোসেন বিশাল। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন রাইজিংবিডি ডটকমকে জানান, সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

রাকিব হোসেন বিশাল আদাবর থানা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান ওসি।

জহুরী মহল্লার মিনার মসজিদের (বায়তুল তাইয়্যেব মসজিদ) পাশের রাস্তায় এই হামলা হয়। দুর্বৃত্তরা বিশালকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

হামলার পরপরই ঘটনাস্থলে থাকা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে নাঈম ও রাজিব নামে দুজনকে আটক করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে বিশালের ওপর হামলা চালানো হয়েছে।

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়