ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলতা বেগমের বিয়ে বাড়ির আনন্দ শেষ হলো সড়কে

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪০, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০২:৩৮, ২৮ ডিসেম্বর ২০২৫
আলতা বেগমের বিয়ে বাড়ির আনন্দ শেষ হলো সড়কে

গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকা সড়ক দুর্ঘটনায় নিহত আলতা বেগমের মরদেহ আনা হয় গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে আহাজারি করতে দেখা যায় তার স্বজনদের।

গাইবান্ধায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলতা বেগম (৬৩) নামে এক নারী নিহত এবং অন্য সাতজন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন:

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকার সড়কে বিয়ের আনন্দ বিষাদে ঢেকে যায়। 

রাত ১১টায় ঘটনার বিষয়ে তথ্য দেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোজাফফর হোসেন। 

আলতা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে ওসি মোজাফফর জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামের একটি বিয়ে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে ফিরছিলেন আলতা বেগম ও তার পরিবার। পথে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দেখতে না পেরে পিছনে থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান উল্টে যাত্রীরা নিজেদের গাড়ির নিচেই চাপা পড়েন।

ওসি জানান, ঘটনাস্থলেই আলতা বেগম নিহত হন। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ সাত যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে যায় জানিয়ে ওসি মোজাফফর বরেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/মাসুম/রাসেল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়