ঘন কুয়াশা
পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুট বন্ধ, মাঝ নদীতে চার ফেরি
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে; একই কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেক নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়াও বন্ধ করা হয়েছে।
কুয়াশায় তীব্রতা বেড়ে যাওয়ায় মার্কিং বাতির অস্পষ্টতায় গতি থামিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে চারটি ফেরী।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুট ও ৯টা ৫০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ রাখার ঘোষণা আসে।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, “সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা বেড়ে যায়। ফলে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।”
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এই নৌরুট বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।”
ঘন কুয়াশায় চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে, জানান সালাম হোসেন।