এক মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জনায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর ছিল ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট দিবসের এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী ১ লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে চিহ্নিতকরণ ও নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ এই ক্যাম্পেইন ও জরিপ পরিচালনার মাধ্যমে ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পূর্বে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার।
জাতীয় রাজস্ব বোর্ডের আদায় করা শুল্ক, ভ্যাট এবং আয়করের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আদায় হয় ভ্যাট হতে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট থেকে আদায় হয়েছে। ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে এ খাত হতে আদায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো সম্ভব। ভ্যাটের আওতা বাড়ানোর লক্ষ্যে এরইমধ্যে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার অধিক হলেই ভ্যাট নিবন্ধনের বিধান করেছে বর্তমান সরকার।
ভ্যাট নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানসমূহের সহজে ভ্যাট নিবন্ধন করা, নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সংগৃহীত ভ্যাট সহজে অনলাইনে সরকারি কোষাগারে জমা দেওয়া, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনলাইনভিত্তিক দক্ষ ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নের কাজে দেশের সর্বস্তরের ভোক্তা, ব্যবসায়ী, শিল্প মালিক ও প্রচার মাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
ঢাকা/নাজমুল/এস