ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাড়ে ছয় মাসে ৩৮৭৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৮, ২০ জানুয়ারি ২০২৬
সাড়ে ছয় মাসে ৩৮৭৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম সাড়ে ছয় মাসে মোট ৩ হাজার ৮৭৮.৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। এর মধ্যে শুধু জানুয়ারির ২০ দিনে কিনেছে ৭৪৩ মিলিয়ন ডলার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক দুই ব্যাংক থেকে নিলামে ৪৫ মিলিয়ন ডলার কিনেছে। 

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

দেশে ডলারের বাজার স্থিতিশীল রাখতে এসব ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কেনার ফলে বাজারে তারল্য কমেছে এবং রিজার্ভে যোগ হচ্ছে ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়েছে। নিলামে বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত। এ দামেই ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, চাহিদা কমেছে। এ কারণে ডলারের দাম কিছুটা কমে গেছে। ডলারের দাম আরো কমে গেলে একদিকে রপ্তানিকারকরা সমস্যায় পড়বেন, অপরদিকে রেমিট্যান্স আয় বৈধ পথে আসা কমে যাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়, যা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। তাতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

গত বছরের ১৫ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন থেকে ব্যাংক ও গ্রাহক নিজেরাই ডলারের দর নির্ধারণ করছে।

ঢাকা/নাজমুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়