ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিএসইসিতে যোগ দিলেন শিবলী রুবাইয়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিএসইসিতে যোগ দিলেন শিবলী রুবাইয়াত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েই কাজে যোগ দিয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

রোববার (১৭ মে) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের বিএসইসি ও বিআইসিএম বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।  এরপর বিকেল ৪টার দিকে তিনি বিএসইসিতে যোগ দেন।

এ বিষয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘নিয়োগ পেয়ে আজই বিএসইসিতে যোগ দিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

শিবলী রুবাইয়াত উল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে ডেপুটেশন নিয়ে চার বছরের চুক্তিভিত্তিক মেয়াদে বিএসইসিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৪ মে বিএসইসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। ফলে গত ১৫ মে থেকে বিএসইসির চেয়ারম্যান পদ ফাঁকা ছিল। এছাড়া আর তিনজন কমিশনারের পদও ফাঁকা রয়েছে। ফলে নতুন চেয়ারম্যানের যোগদানের ফলে চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ হলো।

** বিএসইসি’র চেয়ারম্যানের দায়িত্বে শিবলী রুবাইয়াত


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়