ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভা ১১ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৭ মার্চ ২০২১   আপডেট: ১১:৩৫, ৭ মার্চ ২০২১
মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভা ১১ মার্চ

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ব্যাংকটির পর্ষদ সভা আগামী ১১ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

রোববার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওই দিন ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ আলোচ্য প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে ব্যাংকটি। আর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জনো গেছে।

২০১৯ সালে মার্কেন্টাইল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়