ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত বিএসইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৩০ মার্চ ২০২৩  
মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত বিএসইসির

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে করে ফান্ডগুলো বিদ্যমান অবস্থার তুলনায় আরও বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮৬২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কমিশন আজকের সভায় মিউচ্যুয়াল ফান্ডের পুঁজিবাজারের বিনিয়োগ সীমা পুননির্ধারণ করেছে। বর্তমান সীমা শতকরা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়