ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি কেনার অনুমোদন পেলো এডিএন টেলিকম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৫ ডিসেম্বর ২০২৩  
জমি কেনার অনুমোদন পেলো এডিএন টেলিকম

তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল এই এজিএম অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষত হিসাব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং রাজধানীর মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তা সংলগ্ন জমি ক্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। এজিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

কোম্পানির সচিব মো. মনির হোসেনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন।

এছাড়া কোম্পানির পরিচালক মো. মঈনুল ইসলাম, মো.  মাহফুজ আলী সোহেল, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও মো. মারুফ, বোর্ডের উপদেষ্টা মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়