ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে বিএটিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৪  
উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে বিএটিবি

পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি বাংলাদেশ) লিমিটেড নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি তার কারখানায় আরো ২৮ কোটি ৩৮ লাখ টাকা বিনিয়োগ করবে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগ করা হবে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ‌্য মতে, নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। আলোচিত বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।

বিএটি বাংলাদেশ বর্তমানে কুষ্টিয়ায় সবুজ পাতা মাড়াই কারখানা, মানিকগঞ্জে সবুজ পাতা শুকানোর কারখানা এবং ঢাকা ও সাভারে সিগারেট উৎপাদন কারখানা পরিচালনা করছে। 

একটি ত্রৈমাসিক আর্থিক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি চলতি বছরের প্রথম নয় মাসে ৫০ হাজার ৩০৫ মিলিয়ন সিগারেট শলাকা এবং ৪.১৬ মিলিয়ন কিলোগ্রাম তামাক পাতা উৎপাদন করেছে।

ঢাকা/এনটি/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়