ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১০ মে ২০২৫  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ মে) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি।

শনিবার (১০ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সপ্তাহজুড়ে ব্র্যাক ব্যাংক পিএলসির গড়ে ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৯০ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৮.৭১ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২১.০২ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংকের ৩.৬৫ শতাংশ, সিটি ব্যাংকের ২.৫৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.০৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১.৮৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১.৭৩ শতাংশ, উত্তরা ব্যাংকের ১.৬৮ শতাংশ ও আলিফ ইন্ডাস্ট্রিজের ১.৫৫ শতাংশ লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়