শাহজিবাজার পাওয়ারের পরিচালকের শেয়ার হস্তান্তর
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক এ.কে.এম বদিউল আলমের হাতে থাকা ৩০ লাখ শেয়ার তার ছেলে মানসুদ আলমকে উপহার হিসাবে হস্তান্তর করেছেন।
এর আগে ২৯ এপ্রিল কোম্পানির এই পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দেন। এর পরের দিন ৩০ এপ্রিল তিনি উল্লিখিত পরিমাণ শেয়ার স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তর সম্পন্ন করেন।
ঢাকা/এনটি/এসবি