ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএসই’র ৫ ট্রেক পেল ফিক্স সার্টিফিকেট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৯ মে ২০২৫   আপডেট: ১৩:১৩, ১৯ মে ২০২৫
সিএসই’র ৫ ট্রেক পেল ফিক্স সার্টিফিকেট

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সদস্যভুক্ত স্বনামধন্য ৫টি ট্রেকহোল্ডার ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট প্রদান করেছে এবং একইসঙ্গে ‘ক্যাপিটাল মার্কেট টেকনোলজি ডাইভারসিফিকেশন’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে। এই কর্মশালায় সিএসই’র বিভিন্ন ট্রেকদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রবিবার (১৮ মে) চট্টগ্রামে সিএসই’র প্রধান কার্যালয়ে ট্রেকহোল্ডারকে ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট প্রদান ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

সিএসই’র এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্টের পিএন্ডসিআর তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট প্রাপ্ত ট্রেকগুলো হলো- আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেড। এর মাধ্যমে ট্রেকগুলো তাদের গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল।

সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার উল্লেখিত ট্রেকদের সম্মানিত প্রতিনিধিদের কাছে ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেটগুলো হস্তান্তর করেন। এসময় সিএসই’র চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসান, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট মোহাম্মদ মনিরুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব আইটি সার্ভিসেস হাসনাইন বারী, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব সারভিলেন্স অ্যান্ড মপস মো. নাহিদুল ইসলাম খান, সংশ্লিষ্ট ট্রেকগুলো থেকে সম্মানিত প্রতিনিধিরা এবং সিএসই’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, এই ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেশন প্রক্রিয়া ট্রেকহোল্ডারগণের জন্য সময়োপযোগী এবং লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য কার্যকরী। এটি মূলত একটি ইন্টিগ্রেটেড সিস্টেম যার মাধ্যমে ব্রোকারদের উভয় বাজারে অংশগ্রহণ নিশ্চিত হবে। বিশেষ করে শর্ট সেল প্রতিরোধ করতে পারবে এবং ডিএসই এবং সিএসই উভয় মার্কেটের শেয়ারের তুলনামূলক উপস্থিতি খুব সহজে একটি প্লাটফর্মে দেখে কেনাবেচার দ্রুত সিন্ধান্ত নিতে পারবে। এই প্রযুক্তি পুঁজিবাজারের লেনদেনের ধারাকে আরো অগ্রগামী করবে।

তিনি সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

এরপর ‘ক্যাপিটাল মার্কেট টেকনোলজি ডাইভারসিফিকেশন’ শীর্ষক কর্মশালায় কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সিইও মো. জাভেদ হোসেন ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। এছাড়া ক্যাপিটাল মার্কেট টেকনোলজির আধুনিক ও যথাযথ প্রয়োগের মাধ্যমে কিভাবে দক্ষতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ করা যায় সে ব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিশদ আলোচনা করেন। এই কর্মশালায় উল্লেখযোগ্য সংখ্যক ট্রেক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়